মৃতের সংখ্যা বেড়েই চলেছে ইকুয়াটোরিয়াল গিনিতে। মঙ্গলবার সকাল পর্যন্ত সেখানে মৃত্যু হয়েছে ৯৮ জনের। আহত ৬১৫ জন। তার মধ্যে শতাধিক ব্যক্তির অবস্থা গুরুতর। বিস্ফোরণের তদন্ত শুরু করেছে প্রশাসন।
মধ্য আফ্রিকার সব চেয়ে বড় এবং সমৃদ্ধ শহর বাটা। ইকুয়াটোরিয়াল গিনিরও সবচেয়ে বড় শহর এটি। উপকূলবর্তী এই শহরে প্রচুর তেল মজুত আছে। অর্থনীতিও তেলের উপরেই দাঁড়িয়ে আছে। রোববার বেলা ১টা নাগাদ সেখানে প্রথম বিস্ফোরণ হয়। এরপর পরপর চারবার বিস্ফোরণে কেঁপে ওঠে বাটা। তাসের ঘরের মতো ভেঙে পড়ে বড় বড় বাড়ি, লোহার স্ট্রাকচার। মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয় শহরের একটি বড় অংশ। এর আগে বৈরুতে ঠিক এভাবেই বিস্ফোরণ হয়েছিল।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.