ইউপি নির্বাচন পর্যবেক্ষণ: ১২ মার্চের মধ্যে আবেদনের নির্দেশনা জারি
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৯ মার্চ ২০২১, ০৯:৫০
প্রথম ধাপে দেশের ৩৭১টি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাধারণ নির্বাচন পর্যবেক্ষণে ইচ্ছুক নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধিত পর্যবেক্ষক সংস্থাগুলোকে ১২ মার্চের মধ্যে আবেদনের নির্দেশনা জারি করেছে ইসি। আগামী ১১ এপ্রিল এসব ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সোমবার (৮ মার্চ) ইসির সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আশাদুল হকের সই করা এক অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়। নথি বলছে, আগামী ১১ এপ্রিল প্রথম ধাপে দেশের ৩৭১টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। ৩ মার্চ এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনের সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।