বঙ্গবন্ধুর রাষ্ট্রদর্শন : মানবিকতা, সংবেদনশীলতা ও উদারতায় অনন্য
সংবেদনশীল সংবিধানের অস্তিত্ব পাওয়া গেলেও সংবেদনশীল রাষ্ট্রের হদিস পাওয়া দুষ্কর। রাষ্ট্র তার জনগণের প্রতি সংবেদনশীল হলে, তা সেই জনগোষ্ঠির জন্য হতে পারে অন্যন্য সুযোগ। গণতন্ত্র সম্পর্কিত আব্রাহাম লিংকনের বহুল সমাদৃত উক্তি— “Democracy is a government of the people, by the people and for the people. A democratic government shall not perish from the earth”- এ কিছুটা সংবেদনশীলতার পরিচয় দিলেও ধারণাটির পরিপূর্ণতা পেয়েছে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাষ্ট্রভাবনায়। কেবল ভাবনাগত ঐক্য নয় বরং বাঙালির জন্য তাঁর রাষ্ট্রদর্শন ছিল অত্যন্ত ভাবাবেগপূর্ণ এবং মানবতাপূর্ণ। তিনি ছিলেন কেবল-ধনতান্ত্রিকতা ও কেবল-সমাজতান্ত্রিকতার ঊর্ধ্বে। তাঁর রাষ্ট্রদর্শনে স্বৈরাচারিতা কিংবা নামসর্বস্ব গণতন্ত্র ছিল প্রত্যাখ্যাত। এমন শাসন ব্যবস্থায় তিনি আস্থা রাখতেন, যা সমাজের সকল স্তরের মানুষের কথা বলে, সকলকে মানবিক গুণাবলির সঙ্গে বাঁচার সুযোগ করে দেয়।