ইসলামে নারীর অধিকার, সম্মান ও মর্যাদা | শেয়ার বিজ

শেয়ার বিজ মো. জিল্লুর রহমান প্রকাশিত: ০৯ মার্চ ২০২১, ০১:০৪

বর্তমান প্রেক্ষাপটে ইসলামে নারীর অধিকার, সম্মান ও মর্যাদা খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচিত বিষয়। এ বিষয়টি নিয়ে পাশ্চাত্য সমাজে খুবই ধাঁধা কাজ করছে এবং অনেক ভ্রান্ত ধারণা প্রচলিত আছে, যার সূত্র ধরে ইসলামবিরোধীরা নানাভাবে নারীর ওপর কালিমা লেপনের চেষ্টা করছে। আর এ বিষয়টির ক্ষেত্রে ইসলামের দৃষ্টিভঙ্গি কী, সে সম্পর্কে আমাদের সমাজের অনেকের মধ্যেও বিভ্রান্তি ও ভ্রান্ত ধারণা প্রচলিত আছে। পাশ্চাত্য সমাজ এবং ইসলামবিরোধীরা প্রচারণা চালাচ্ছে, ইসলাম নারীকে শেকল পরিয়ে চার দেয়ালের মাঝে বন্দি করে রেখেছে, তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করেছে এবং তাদের ওপর চাপিয়ে দিয়েছে জুলুমের বোঝা।

জেনে হোক আর না জেনে হোক, নারী-সম্পর্কিত হাজারো অভিযোগ ইসলামের ওপর চাপিয়ে দেয়া হচ্ছে। অথচ বাস্তবতা হলো এর সম্পূর্ণ বিপরীত। এক্ষেত্রে কেবল ইসলামই একমাত্র জীবন ব্যবস্থা, যা পুরুষের পাশাপাশি নারী জাতিকে তাদের ন্যায্য অধিকার, প্রাপ্য সম্মান ও মর্যাদার আসন দিয়েছে। আর হজরত মুহাম্মদ (সা.) একমাত্র ব্যক্তিত্ব যিনি নারীদের সব অধিকার আদায় করে দেয়ার ব্যবস্থা করেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও