কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কুষ্টিয়ায় তামাকচাষিদের অনশন

মানবজমিন প্রকাশিত: ০৯ মার্চ ২০২১, ০০:০০

দেশীয় মালিকানাধীন তামাক শিল্পের অস্তিত্ব রক্ষা ও চাষিদের ন্যায্য মূল্যের দাবিতে অনশন কর্মসূচি পালন করছেন জেলার তামাকচাষিরা। গতকাল সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত কুষ্টিয়া পৌরসভা চত্বরে দেশীয় তামাকচাষি কল্যাণ সমিতির ব্যানারে অনুষ্ঠিত এই কর্মসূচিতে যোগ দেন শত শত তামাকচাষি। দেশীয় তামাকচাষি কল্যাণ সমিতির আহ্বায়ক মো. আশরাফুল ইসলাম কবিরাজ এর নেতৃত্বে অনশনে অংশ নেয়া তামাকচাষিরা জানান, আগে ২৫-৩০টি দেশীয় কোম্পানি তাদের কাছ থেকে তামাক ক্রয় করতো। কিন্তু দু’টি বিদেশি কোম্পানির আগ্রাসনে টিকতে না পেরে অধিকাংশ দেশীয় কোম্পানি পুঁজি হারিয়ে বাজার ছেড়েছে। এই সুযোগে বিদেশি কোম্পানিগুলো ইচ্ছামতো দামে তামাক ক্রয় করছে। এতে ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছে তামাকচাাষরা। তারা এ ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে