পছন্দের সভাপতি এসেছে; তবে কি মেসি বার্সাতেই থাকবেন?

কালের কণ্ঠ এফসি বার্সেলোনা প্রকাশিত: ০৮ মার্চ ২০২১, ২১:৫৭

বার্তামেউ পরবর্তী যুগে নতুন সভাপতি নির্বাচনের মাধ্যমে বার্সেলোনা ক্লাবে দীর্ঘদিনের অচলাবস্থা কি এবার কাটতে যাচ্ছে বলে মনে করছেন ক্লাবটির সমর্থকরা। লিওনেল মেসিদের ক্লাবে সদ্য শেষ হওয়া প্রেসিডেন্ট নির্বাচনের ফল বেরিয়েছে। প্রেসিডেন্ট পদে ফের নির্বাচিত হলেন লাপোর্তা। সমর্থকদের আশা, মেসি বার্সাতেই থেকে যাবেন।

গতকাল রবিবার বার্সেলোনার ক্লাবের প্রেসিডেন্ট পদের নির্বাচন হয়। ছেলে থিয়াগোকে সঙ্গে নিয়ে ভোট দিতে এসেছিলেন লিওনেল মেসি। বার্সেলোনার প্রেসিডেন্ট পদে এটি হুয়ান লাপোর্তার দ্বিতীয় ইনিংস। এর আগে, ২০০৩ সাল থেকে ২০১০- টানা ৭ বছর তিনি মেসিদের ক্লাবে প্রেসিডেন্ট ছিলেন। কয়েকদিন আগেই বিজ্ঞপ্তি দিয়ে লাপোর্তা জানিয়েছিলেন, ক্ষমতায় এসে ক্লাবে তিনি মেসিকে ধরে রাখার সর্বোচ্চ চেষ্টা করবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও