করোনাভাইরাস: টিকার দ্বিতীয় ডোজের তারিখ জানানো হবে এসএমএসে
যারা ইতোমধ্যে করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নিয়েছেন, তাদের দ্বিতীয় ডোজ দেওয়া হবে দুই মাস পর; দ্বিতীয় ডোজের জন্য যাদের এক মাস পরের তারিখ লিখে দেওয়া হয়েছিল, মোবাইলে এসএমএস পাঠিয়ে তাদের নতুন তারিখ জানিয়ে দেওয়া হবে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।
তবে কবে থেকে সেই এসএমএস পাঠানো শুরু হবে, তা এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন অধিদপ্তরের কর্মকর্তারা।
স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সেন্টারের (এমআইএস) পরিচালক ও এইচআইএস অ্যান্ড ই-হেলথের লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যারা জানুয়ারির ২৮ তারিখে প্রথম টিকা নিয়েছেন, তারা দ্বিতীয় ডোজ নেবেন ২৮ মার্চ। আর যারা ৭ ফেব্রুয়ারি প্রথম টিকা নিয়েছেন, তাদের ৭ এপ্রিল দ্বিতীয় ডোজ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস আগে
৯ মাস আগে
৯ মাস, ১ সপ্তাহ আগে