ভিত্তি গড়ে দিতে হবে পরিবার থেকে

প্রথম আলো মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল প্রকাশিত: ০৮ মার্চ ২০২১, ২০:২১

ইতিবাচক পরিবর্তন বলতে গেলে শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই শুরু করতে হবে। বিশেষ করে বলতে চাই আমরা যখন এমবিবিএসে ভর্তি হই, সে সময়ের কলেজের পরিবেশ বর্তমানের মতো শিক্ষার্থীবান্ধব ছিল না। এমনকি শিক্ষাব্যবস্থারও অনেক পরিবর্তন হয়েছে, যার মাধ্যমে এখন ভালো চিকিৎসক তৈরি হয়। পাশাপাশি শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে যে সম্পর্ক, এরও অনেক উন্নতি হয়েছে। এই উন্নতিটা আমার মনে হয় সব শিক্ষাপ্রতিষ্ঠানেই হয়েছে। মেয়েদের শিক্ষার হার অনেকে বেড়েছে। এটি বড় একটি ইতিবাচক পরিবর্তন।

কারণ, একটি দেশকে উন্নত করতে গেলে নারীর শিক্ষা অনেক বেশি প্রয়োজন। আমাদের দেশের মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন হয়েছে। আর্থিকভাবে মানুষ যেমন সচ্ছল হয়েছে, তেমনই সামাজিক প্রেক্ষাপটের উন্নতি হয়েছে। মেয়েরা এখন ঘর থেকে বাইরে যেতে পারছে। তারা কর্মক্ষেত্রে নিজেদের সম্পৃক্ত করতে পারছে। মেয়েরা এখন আগের তুলনায় অনেক বেশি স্বাধীন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও