নিজের সঙ্গে নিজে আপস করেছি: দুদকের বিদায়ী চেয়ারম্যান
দুর্নীতি দমন কমিশনের (দুদক) সদ্য বিদায়ী চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, তিনি রাষ্ট্রের ভাবমূর্তির স্বার্থে কখনো কখনো নিজের সঙ্গে নিজে আপস করেছেন। তবে দায়িত্বে থাকতে তাঁর ওপর কেউ চাপ প্রয়োগ করার সুযোগ পাননি।
দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে আজ সোমবার গণমাধ্যমকর্মীদের সঙ্গে বিদায়ী সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে ইকবাল মাহমুদ এ কথা বলেন।
দায়িত্বে থাকতে মন্ত্রী-এমপি কারও কাছ থেকে চাপ ছিল কি না, জানতে চাইলে ইকবাল মাহমুদ বলেন, ‘এ কথা দৃঢ়তার সঙ্গে বলতে পারি, আমাদের ওপর কেউ চাপ প্রয়োগ করার সুযোগ পাননি। যা করেছি, আইন ও বিধিবিধান অনুসরণ করেই করেছি। তবে এ কথা স্বীকার করতেই হয়, যখন কোনো বিষয়ে মনে হয়েছে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে, তখন নিজের সঙ্গে নিজে আপস করেছি। সে ক্ষেত্রে কখনো কখনো সিদ্ধান্ত থেকে সরে এসেছি। কারণ, রাষ্ট্রের ভাবমূর্তির বিষয়টি আমার কাছে সবার আগে।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.