ছয় ঘণ্টা ধরে দাম বাড়াচ্ছে জিপি ও রবি
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) তরঙ্গ নিলামের শেষদিকে কেউ কাউকে ছাড় দিচ্ছে না মোবাইল অপারেটর গ্রামীণফোন (জিপি) ও রবি আজিয়াটা। সর্বশেষ ৫ মেগাহার্জ তরঙ্গ কিনতে দাম বাড়িয়েই চলছে এই দুই অপারেটর।
আজ সোমবার সন্ধ্যা ৭টা ২২ মিনিটে সর্বশেষ ব্লকের নিলামের ৫৯তম রাউন্ড শুরু হয়। এই ৫ মেগাহার্জের নিলাম শুরু হয়েছে বেলা দেড়টার দিকে। ফলে ছয় ঘণ্টা ধরে দাম বাড়িয়েই চলছে দুই অপারেটর। এই ৫ মেগাহার্জের ভিত্তিমূল্য ছিল মেগাহার্জ-প্রতি ২ কোটি ৭০ লাখ ডলার। এই দর ৪ কোটি ১৫ লাখ ডলারে ইতিমধ্যে উঠে গেছে।
ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বেলা ১১টা থেকে শুরু হওয়া এ নিলামে দেশের চার মোবাইল অপারেটর অংশ নেয়। এতে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, বিটিআরসির বিভিন্ন বিভাগের কর্মকর্তা এবং চার অপারেটরের নির্বাহী কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। বিটিআরসি স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শহিদুল আলম নিলাম পরিচালনা করছেন।