স্ট্র্যান্ড রোডে বহুতলে আগুন, উচ্চতার সঙ্গে লড়ছেন দমকল কর্মীরা, তীব্র যানজট
স্ট্র্যান্ড রোডের একটি বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড। বহুতলটির ১৩ তলায় আগুন লেগেছে বলে জানিয়েছে দমকল। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১০টি ইঞ্জিন। তবে এতটা উঁচুতে আগুন লাগায় তা নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। সোমবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে আগুন লাগে। অগ্নিকাণ্ডের জেরে আতঙ্ক ছড়ায় স্ট্র্যান্ড রোড এলাকায়। এর জেরে বন্ধ করে দেওয়া হয় স্ট্র্যান্ড রোডের একাংশ। ফলে যানজট তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ। ওই ভবনে রেলের দফতর রয়েছে।
আগুন নিয়ন্ত্রণে হাইড্রলিক ল্যাডার নিয়ে গিয়েছেন দমকল কর্মীরা। আগুন যাতে ছড়িয়ে না পড়ে তার চেষ্টা করছেন দমকল কর্মীরা। বহুতলে আগুন লাগার ফলে এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। দমকলের প্রাথমিক অনুমান শর্টসার্কিটের কারণেই আগুন।