ছোট্ট মানহার ‘ক্যাঙারু মাদার কেয়ার’
মানহার বয়স মাত্র ১১ বছর। এই খুদে মেয়েটিই বড় একটি দায়িত্ব পালন করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। সময়ের আগে কম ওজন নিয়ে জন্ম নেওয়া যমজ দুই ভাইয়ের মধ্যে এক ভাইকে (মাহাদ) সে নিজেই হাসপাতালে ক্যাঙারু মাদার কেয়ার (কেএমসি) সেবাটা দিয়েছে। হাসপাতাল থেকে বাসায় ফেরার পরও এ দায়িত্ব পালন করছে।
চিকিৎসাবিজ্ঞানের ভাষায়, নবজাতক যদি কোনো কারণে কম ওজনের হয় বা অসুস্থ থাকে, তাহলে মায়ের বুকে শিশুকে এমনভাবে শুইয়ে রাখতে হয়, যাতে দুজনের ত্বকে ত্বক লেগে থাকে। এটাই ‘ক্যাঙারু মাদার কেয়ার’। অস্ট্রেলিয়ার ক্যাঙারু যেমন নিজের পেটের নিচে একটি বিশেষ থলেতে বাচ্চা নিয়ে ঘুরে, সেই আদলেই কেএমসি সেবার ধারণাটা এসেছে।