ভিডিও স্টোরি: কন্যা-জায়া-জননীর গণ্ডি পেরিয়ে বৈশ্বিক পরিবর্তন ও অগ্রগতিতে নারীরা
যমুনা টিভি
প্রকাশিত: ০৮ মার্চ ২০২১, ১৯:১৩
কন্যা-জায়া-জননী। কিন্তু নারী এখন আর এর মাঝেই সীমাবদ্ধ নয়। বিশ্বের অগ্রগতিতেও নারীদের অসামান্য অবদান। দেশ পরিচালনা থেকে শুরু করে শিক্ষা-স্বাস্থ্য, বিজ্ঞান-প্রযুক্তি কিংবা জননিরাপত্তা সবক্ষেত্রেই নারীর জয়জয়কার। জয় করছে মহাকাশও। নারী দিবসে তাদের চাওয়া শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তিসহ উন্নয়নমূলক সব খাতে নারী নেতৃত্ব বাড়ানো।