নারীদের খেলাকে পেশা হিসেবে নেওয়ার অবস্থা নেই
প্রথম আলো
প্রকাশিত: ০৮ মার্চ ২০২১, ১৯:০০
আমরা যখন শুরু করেছিলাম, সেই সময়ের সঙ্গে তুলনা করলে সুযোগ-সুবিধা কিন্তু বেড়েছে। আমি যদি দাবার কথাই বলি, আমরা তখন একটা দাবার বই-ই চোখে দেখতাম না। এখন পৃথিবীটা হাতের মুঠোয়। চাইলেই যে কেউ বিশ্ব চ্যাম্পিয়নের খেলা দেখতে পারে, দাবার কৌশল নিয়ে পড়তে পারে। এখন কোচিংসহ বিভিন্ন কোর্সও ইন্টারনেটে পাওয়া যায়, নিজে নিজে অনুশীলন করা যায়। সেই জায়গা থেকে আমি বলব, এই প্রজন্ম ভাগ্যবান। আমরা তো নিজের প্রচেষ্টায় অনেক কষ্ট করে এসব জানার চেষ্টা করতাম। আমি আসলে দেখার অপেক্ষায় আছি, অন্যান্য প্রতিবন্ধকতার পরও এই সুযোগ-সুবিধা নিয়ে ওরা কত দূর যেতে পারে। আমি সব সময় এটাই প্রত্যাশা করি, ওরা অনেক দূর যাবে।