সিরিজের প্রথম ম্যাচে এক ওভারে হ্যাটট্রিক আর পরের ওভারে ছয় ছক্কার কাণ্ড দেখিয়েছেন আকিলা দনঞ্জয়া। সেই দনঞ্জয়াকে আজ আরেকবার অত্যাচারের শিকার হতে হলো। ম্যাচের শেষ দুই ওভারে ২০ রান দরকার ছিল ওয়েস্ট ইন্ডিজের।
এই অবস্থায় উপায় না দেখেই দনঞ্জয়ার হাতে বল তুলে দেওয়া হয়েছিল। প্রথম বলেই অ্যালান ছক্কা হাঁকালেন। পরের বলে দুই রান নেওয়ায় টানা ছক্কার অন্য কোনো রেকর্ডে নাম লেখানো থেকে নিষ্কৃতি পেলেন দনঞ্জয়া।
কিন্তু তৃতীয় ও ষষ্ঠ বলে আরও দুই ছক্কায় ঠিকই ম্যাচ শেষ করে এসেছেন অ্যালান। এই অলরাউন্ডারের বেধড়ক পিটুনিতে ১৯তম ওভারে ২২ রান দিয়েছেন দনঞ্জয়া। যে উইকেটে অন্য সব স্পিনার দাপট দেখিয়েছেন, সেখানেই লঙ্কান এই স্পিনার ৪ ওভারে ৫৩ রান দিয়ে রইলেন উইকেটশূন্য। ওদিকে মাত্র ৬ বলে ২১ রান তুলে ম্যাচের নায়ক আরেক স্পিনার অ্যালেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.