ফেনীতে লাইভে এসে স্ত্রীকে কুপিয়ে হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ আজ
ফেনী পৌরসভার উত্তর বারাহীপুর ভূঁইয়া বাড়িতে ফেসবুক লাইভে এসে স্ত্রীকে কুপিয়ে হত্যা মামলায় আজ সোমবার থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হবে। সোমবার জেলা ও দায়রা জজ ড. বেগম জেবুন্নেছার আদালতে তাদের সাক্ষ্যগ্রহণ করা হবে। রাষ্ট্রপক্ষের আইনজীবী হাফেজ আহাম্মদ জানান, আজ সোমবার এ মামলায় নিহত তাহমিনা আক্তারের ছোট বোন ও আসামী টুটুলের দুই চাচাতো ভাইয়ের সাক্ষ্যগ্রহণের কথা রয়েছে।
এ মামলায় বাদী, ম্যাজিস্ট্রেট, ডাক্তার ও পুলিশসহ ছয়জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। আদালতের বেঞ্চ সহকারি মো. আলতাফ হোসেন জানান, মামলার তদন্ত কর্মকর্তা এসআই এমরান হোসেন গত বছরের ১৬ নভেম্বর ওবায়দুল হক টুটুলকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট প্রদান করে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.