You have reached your daily news limit

Please log in to continue


সবই সামলান নারীরা

পেশা হিসেবে সনদপ্রাপ্ত হিসাববিদদের (সিএ) মর্যাদা রয়েছে বিশ্বজুড়েই। এ পেশায় দেশের নারীরাও জায়গা করে নিচ্ছেন। দেশে বর্তমানে ২ হাজার ১০০ জন সিএ রয়েছেন, তার মধ্যে নারী সিএ ১৩৭ জন। ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউনট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্রগুলো জানায়, ১৯৭৩ সালে আইসিএবি প্রতিষ্ঠার সময় দেশে মোট সিএ ছিলেন ৭৮ জন, যাঁদের মধ্যে কোনো নারী ছিলেন না। প্রথম নারী সিএ দেখতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে ১৯৮৯ সাল পর্যন্ত। দেশের প্রথম নারী সিএর নাম সুরাইয়া জান্নাত, যিনি বর্তমানে বিশ্বব্যাংক প্রধান কার্যালয়ের প্রধান আর্থিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন। এদিকে প্রতিষ্ঠার ৩৯ বছর পর ২০১১ সালে আইসিএবির প্রথম নারী সভাপতি হন পারভীন মাহমুদ। বর্তমানে তিনি শাশা ডেনিমস এবং ইউসেফ বাংলাদেশেরও চেয়ারপারসন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন