![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-03%252Fc37b5e76-e780-4684-b8dd-ee8e85d6d0ab%252FU2.jpg%3Frect%3D0%252C114%252C1600%252C840%26overlay%3D%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
নির্মাণ ব্যবসা ও ব্যবস্থাপনায় নারী
প্রথম আলো
প্রকাশিত: ০৮ মার্চ ২০২১, ১০:০৭
নির্মাণ ব্যবসা দেশের একটি গুরুত্বপূর্ণ খাত। প্রতিনিয়ত এ খাত এগিয়ে যাচ্ছে। দেশে নারীর ক্ষমতায়ন হচ্ছে। আত্মমর্যাদা বাড়ছে। বিভিন্ন খাতে নারীরা সফলতার সঙ্গে কাজ করছেন। কিন্তু নির্মাণ খাতে তাঁদের উপস্থিতি যতটা আশা করছি, তেমন এখনো হয়নি।
আমাদের কেন নারী দিবস পালন করতে হয়? কারণ, সারা পৃথিবীতে নারীর প্রতি বৈষম্য রয়েছে। এটা উন্নত বিশ্বেও আছে। আমেরিকা, অস্ট্রেলিয়ার মতো রাষ্ট্রেও নারী একটা পর্যায়ে যাওয়ার পর অনেক ক্ষেত্রে আর এগোতে পারেন না। আমরা একটি উন্নয়নশীল দেশ হিসেবে নারীর উন্নয়নে অনেক এগিয়েছি। এখন সবক্ষেত্রে বাবার নামের সঙ্গে মায়ের নাম দেওয়ার বিধান হয়েছে। আমাদের নারীদের ক্ষেত্রে এটা একটা বড় অর্জন।