সৌদি তেলক্ষেত্রে ভয়াবহ হামলা, ধোঁয়ায় আচ্ছন্ন আকাশ

ইত্তেফাক সৌদি আরব প্রকাশিত: ০৮ মার্চ ২০২১, ১০:১৮

সৌদি আরবের প্রধান তেলক্ষেত্র রাস তানুরাতে এক ভয়াবহ হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। রবিবার (৭ মার্চ) সৌদির স্থানীয় সময় দুপুরে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। সৌদি কর্তৃপক্ষের দাবি হামলাটি ব্যর্থ করে দেওয়া হয়েছে। তবে দূর থেকে দেখা গেছে কালো ধোঁয়ায় ছেয়ে গেছে তেলক্ষেত্রের আকাশ।

হুথিরা জানিয়েছে, আরামকোর পাশাপাশি দাম্মাম, আসির এবং জাহান শহরের সামরিক স্থাপনাতেও হামলা চালানো হয়েছে। সবগুলো হামলাই সফলতা পেয়েছে। সৌদি এনার্জি মন্ত্রণালয় জানিয়েছে, সাগরের দিক থেকে আসা ড্রোন দিয়ে তাসনুরাতে আক্রমণ চালানো হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ড্রোনটিকে হামলা চালানোর আগেই ধ্বংস করে দেওয়া হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে