![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo%252Fimport%252Fmedia%252F2019%252F08%252F12%252F8d86afaf219784b33269523d1ad47877-5d512ab24a209.jpg%3Frect%3D0%252C0%252C1600%252C840%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2021-02%252F0c4584f0-e7e8-4bb4-b8a6-ad23e46b76d3%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
যেকোনো কাজে সময় দেওয়া জরুরি : মৌ
প্রথম আলো
প্রকাশিত: ০৮ মার্চ ২০২১, ১০:০০
একদিন বাড়ির বউ, তারপর মা হয়েছেন তাঁরা। তারও আগে ছিলেন বিনোদন অঙ্গনের প্রিয় মুখ, প্রিয় স্বর। তাঁরা যেমন সংসারে সফল, তেমন পেশাজীবনেও দেন না একচুল ছাড়। আবার সন্তান হোমওয়ার্ক করল কি না, দুধটা না খেয়ে জানালা দিয়ে ফেলল কি না, এসবের খোঁজও রাখেন।
সংসার আর পেশাজীবন—দুই মাঠেই ছক্কা হাঁকানো সেই নারীদের একজন সাদিয়া ইসলাম মৌ, বাংলাদেশের মডেলিংয়ের আকাশের উজ্জ্বলতম নক্ষত্র তিনি।