দিল্লির মতো শুষ্ক গরমের সাক্ষী এবার কলকাতা
ঘর্মাক্ত নয় বরং রূপ পালটে এবার শুষ্ক চেহারা নিল গ্রীষ্ম (Dry Summer)। দিল্লির মতোই পরিস্থিতি তৈরি হবে শহর কলকাতায়। এমনটাই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। গোটা মার্চ জুড়ে দক্ষিণবঙ্গে মূলত শুষ্ক ও গরম আবহাওয়া চলবে।
যার জেরে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে ৪১ ডিগ্রি পর্যন্ত। চলতি সপ্তাহের মাঝামাঝি বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূমে তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রি ছুঁয়ে ফেলার পূর্বাভাস রয়েছে। বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই।