![](https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2019November/bonoshi-20210308092110.jpg)
কালো-ফর্সা নয় মানুষ হিসেবে হোক পরিচয়
কথা বলবো দেশে সদ্য আলোচিত সাদা কালোর বিব্রতকর পরিস্থিতি নিয়ে। নিজের অবস্থান পরিষ্কার করার জন্যে বলতে চাই, কোন গণমাধ্যম বা বিশেষ কোন প্রতিবেদন আমার আলোচনার বিষয় নয়। কারণ এই সাদা কালোর অশ্লীলতা প্রতিদিন আমাদের গণমাধ্যমে নানা আকারে প্রচার হচ্ছে।