![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-03%252F64c42c07-ded5-4a21-afa7-49bac51a9a1c%252F_DH1234_2.jpg%3Frect%3D0%252C0%252C1209%252C635%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
সংগ্রামী ঝুমুরের গল্প
রাজবাড়ী শহরের বড়পুল এলাকা। ভোরের আলো ফুটছে। এ সময় এক নারীকে বাইসাইকেল চালিয়ে এসে সেখানে থামতে দেখা গেল। জানা গেল, তাঁর নাম ঝুমুর দাস। পত্রিকার এজেন্ট তিনি। কাকডাকা ভোরে বড়পুল এলাকা থেকে দৈনিক পত্রিকা সংগ্রহ করে অন্য হকারদের মধ্যে বিলি করেন তিনি। তিনি নিজেও কয়েকটি এলাকায় পত্রিকা বিলি করেন।
ঝুমুর দাসের বাবার বাড়ি ফরিদপুরের মধুখালী উপজেলার আশাপুর গ্রামে। এসএসসি পাসের পর ২০০২ সালে তাঁর বিয়ে হয়। এরপর স্বামী জীবন দাসের সঙ্গে রাজবাড়ী শহরের কলেজপাড়ার রেলকলোনিতে সংসার পাতেন।