![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-03%252F629e9d3d-df79-4590-8ff2-6280ad68b153%252Fchina.jpg%3Frect%3D0%252C0%252C2047%252C1075%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
গণহত্যার অভিযোগ ‘ডাহা মিথ্যা’: চীন
চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তাঁর দেশের বিরুদ্ধে উইঘুর মুসলিম সম্প্রদায়ের ওপর গণহত্যার অভিযোগ ‘হাস্যকরভাবে অযৌক্তিক’ এবং ‘ডাহা মিথ্যা’। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আজ রোববার বেইজিংয়ে নিয়মিত বার্ষিক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন বলে বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়।