জয়পুরহাট সদরে পপি চাষ করায় পাঁচ কৃষককে আটক করেছে র্যাব। এই সময় সাত বিঘা জমির পপি ক্ষেত ধ্বংস করা হয়েছে। উপজেলার পুরানাপৈল বনখুর মাঠে এই পপি চাষ হয়েছে বলে র্যাব-৫ এর জয়পুরহাট র্যাব ক্যাম্প অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ জানান। আটকরা হলেন বনখুর গ্রামের মৃত বিপুল চন্দ্র দাসের ছেলে রাজেন্দ্রনাথ দাস (৬০), মৃত রুপচাঁন মন্ডলের ছেলে নইমুদ্দিন মন্ডল (৬০), বড়তাজপুর গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে গোলাম মোস্তফা (৬৫), পাঁচবিবি উপজেলার পূর্ব বালিঘাটা গ্রামের আব্দুল রউফ ওরফে রবের ছেলে রিপন সর্দার (৩৭) ও বালিঘাটা বাজারের মৃত কুমুন্ড বিহারী দাসের ছেলে নেপাল চন্দ্র দাস (৫২)।