একটি কবিতা, কাক ও কবিদের সকাল
এই কবিতা প্রথম শুনেছিলাম নন্দিতা দাসের ফিরাক ছবিতে, নাসিরুদ্দিন শাহর অসাধারণ আবৃত্তিতে। কবিতার নাম, ‘সুবহ-ই-আজাদি’—স্বাধীনতার সকাল। খুঁজতে গিয়ে দেখি উনিশ শ সাতচল্লিশে রক্তাক্ত দেশভাগের ব্যথা নিয়ে স্বাধীনতার প্রথম সকালে কবি লিখেছিলেন, ‘এ তো সেই সকাল না যার দিকে চেয়ে হেঁটেছি এতটা পথ!’ আজীবন সংগ্রামী এই কবির হয়ে একবার নাকি আদালতেও লড়েছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী, ঘনিষ্ঠ ছিলেন শহীদুল্লা কায়সার, মুনীর চৌধুরী, জহির রায়হানসহ আরও অনেক সৃষ্টিশীল বাঙালির। ২০১৩ সালে পাকিস্তানের যে ১৩ জন পাকিস্তানি নাগরিককে একাত্তরে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি আর সম্মাননা