কাজ বন্ধ করে দেওয়ার হুমকি লেবাননের প্রধানমন্ত্রীর
লেবাননে গতকাল শনিবার টানা পঞ্চম দিনের মতো দেশজুড়ে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা এদিন বিভিন্ন সড়ক অবরোধ করে টায়ার ও আসবাবপত্রের টুকরায় আগুন ধরান। এই অবস্থায় কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন লেবাননের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হাসান দিয়াব। নতুন সরকার গঠনে রাজনৈতিক নেতাদের ওপর চাপ সৃষ্টি করতেই এ হুমকি দিয়েছেন তিনি। খবর আল–জাজিরার।
লেবাননে বিক্ষোভের মধ্যেই গতকাল ডলারের বিপরীতে স্থানীয় মুদ্রার মানে নতুন করে পতন ঘটেছে। এতে মানুষের মধ্যে ক্ষোভ আরও বেড়েছে। মুদ্রার দর পড়তে থাকায় জিনিসপত্রের দামও ব্যাপকভাবে বেড়ে চলেছে। পাশাপাশি দেশটিতে জ্বালানি সরবরাহ বিলম্বিত হচ্ছে। এতে দেশজুড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থা দীর্ঘায়িত হচ্ছে। কোনো কোনো এলাকা দৈনিক ১২ ঘণ্টার বেশি বিদ্যুৎবিহীন থাকছে।