একজন রিপাবলিকানও পক্ষে ভোট দেননি, তবুও পাস বাইডেনের প্রণোদনা প্রস্তাব
করোনাভাইরাসের প্রকোপ থেকে মার্কিন অর্থনীতিকে রক্ষা করতে প্রেসিডেন্ট জো বাইডেনের ১ দশমিক ৯ ট্রিলিয়ন ডলারের প্রণোদনা প্রস্তাব কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটেও পাস হয়েছে। স্থানীয় সময় গতকাল শনিবার সিনেটে এটি পাস হয়। তবে রিপাবলিকান পার্টির সিনেটরদের প্রত্যেকেই এই বিলের বিরোধিতা করেন। সিনেটে প্রেসিডেন্ট বাইডেনের প্রস্তাবিত করোনা প্যাকেজ নিয়ে ভোটাভুটিতে পক্ষে ভোট পড়ে ৫০টি। বিপক্ষে পড়ে ৪৯টি ভোট। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সিনেট অনুমোদনের পর এবার বিলটি আবার পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভে ফিরে যাবে। হাউস অব রিপ্রেজেনটেটিভের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে। সেখানে আগামী মঙ্গলবার এটি পাস হতে পারে। গত সপ্তাহে সেখানে এই প্যাকেজেরই কিছুটা ভিন্ন রূপ অনুমোদন পেয়েছিল।