You have reached your daily news limit

Please log in to continue


তর্জনীর অগ্রভাগে ছিল দ্রোহের ভাষা

১৯৭১। এ বছরটি শুধু একটি বছর নয়। নিজেই একটি ইতিহাস। বাংলাদেশের জন্মের ইতিহাস, উদ্ভবের ইতিহাস, এক সাগর রক্তের ইতিহাস, ত্রিশ লাখ জীবনদানের ইতিহাস, দুই লাখ সম্ভ্রমহানির ইতিহাস, এক কোটি শরণার্থীর ইতিহাস, সাড়ে সাত কোটি বাঙালির জনযুদ্ধের ইতিহাস। সে ইতিহাসেরই একটা উল্লেখযোগ্য অংশজুড়ে আছে বাঙালির মাথা উঁচু করার আরেকটি ইতিহাস। সে ইতিহাস জন্ম নিয়েছে ঢাকার রেসকোর্স ময়দানে, একটি বটবৃক্ষের কাছাকাছি স্থানে একটি সাদামাটা ডায়াসের ওপরে, ‘জয় বাংলা’ স্লোগান বুকে ধারণ করা আপন মাটির টানে ঘর ছেড়ে আসা লাঠি-বৈঠা হাতে দশ লক্ষাধিক উদ্বেলিত শ্রমিক-কৃষক-ছাত্র-শিক্ষকসহ আপামর জনতার সামনে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন