অস্ট্রেলিয়াকে উড়িয়ে সিরিজ জিতল নিউজিল্যান্ড
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৭ মার্চ ২০২১, ১০:২১
মাঝের দুই ম্যাচে দারুণ লড়াই করে ঘুরে দাঁড়িয়েছিল অস্ট্রেলিয়া। প্রথম দুই ম্যাচ হেরে সিরিজে পিছিয়ে পড়লেও, পরের দুইটি জিতে তারা ফিরিয়েছিল সমতা। কিন্তু শেষ ম্যাচে আর অসিদের কোনো সুযোগই দিল না স্বাগতিক নিউজিল্যান্ড।
রীতিমতো উড়িয়ে দিয়েই সিরিজ নিজেদের করে নিয়েছে কিউইরা। ২-২ ব্যবধানে সমতা থাকা সিরিজের মীমাংসা করতে আজ (রোববার) বাংলাদেশ সময় ভোরে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪২ রানের বেশি করতে পারেনি অস্ট্রেলিয়া।