চলচ্চিত্রে বঙ্গবন্ধুর ভাষণ
বণিক বার্তা
প্রকাশিত: ০৭ মার্চ ২০২১, ১০:০০
বঙ্গবন্ধু ছিলেন ‘রাজনীতির কবি’। তার আপসহীন সংগ্রামী জীবন, বজ্রকণ্ঠ নিঃসৃত নান্দনিক ভাষণ বাঙালিকে পথ দেখিয়েছে। আজ ঐতিহাসিক ৭ মার্চ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যুগান্তকারী ঐতিহাসিক ভাষণের স্মারক হিসেবে দিনটি অবিস্মরণীয় হয়ে আছে। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে ইউনেস্কো ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’-এর অংশ হিসেবে স্বীকৃতি দিয়েছে। সময়ে সময়ে বিভিন্ন চলচ্চিত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের ব্যবহার লক্ষ করা গেছে। বঙ্গবন্ধুকে নিয়ে দেয়া স্লোগানও শোনা যায় বড় পর্দায়।