ভাবমূর্তি কার রাষ্ট্রের না নাগরিকের?

দেশ রূপান্তর রাজেকুজ্জামান রতন প্রকাশিত: ০৬ মার্চ ২০২১, ২১:৪০

ভাবমূর্তি বিষয়টা খুব গোলমেলে ব্যাপার। ঠুনকো ভাব আর কল্পিত মূর্তি নিয়ে অনেকে উত্তেজনায় কাটিয়ে দেয় সারা জীবন। সারাক্ষণ ভয়ে ভয়ে থাকে এই বুঝি ক্ষুণ্ন হলো তার ভাব এবং ভেঙে গেল তার মূর্তি। কবি নজরুল লিখেছিলেন, ‘যে জাত ধর্ম ঠুনকো এতো/আজ নয় কাল ভাঙ্গবে সে তো।’ তেমন করে বলা যায়, ‘যে ভাবমূর্তি ঠুনকো এতো, আজ নয় কাল ভাঙ্গবে সে তো।’ রাষ্ট্র বা ব্যক্তি সবার ক্ষেত্রেই বিষয়টি প্রযোজ্য।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও