
মুশতাকের মৃত্যু, কিশোরের ওপর অত্যাচার ও কিছু প্রশ্ন
লেখক মুশতাকের মৃত্যু এবং কার্টুনিস্ট কিশোরের দীর্ঘ কারাবাসের পর নতুন করে আবার আলোচনায় এসেছে ডিজিটাল নিরাপত্তা আইন, এর বিভিন্ন ধারা, তাদের অস্পষ্টতা, অজামিনযোগ্যতাসহ আরও নানা কিছু। আইনটি কত কালো, কতটা নিপীড়নমূলক সে আলোচনা উঠে এসেছে বারবার– এসেছে কলামে, সাক্ষাৎকারে, সভা-সমাবেশে, টকশো’র টেবিলে। সাম্প্রতিক ঘটনার পর প্রাথমিক পর্যায়ে আইনটির ব্যাপারে সরকারের মনোভাব ছিল অনমনীয়।