![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2021%2F03%2F06%2Fgazipur-fire.jpg%3Fitok%3DSh8Q0Kdt)
গাজীপুরে কারখানার গুদামে অগ্নিকাণ্ড, নিহত ১
গাজীপুরের শ্রীপুর উপজেলায় ঢাকা গার্মেন্টস অ্যান্ড ওয়াশিং লিমিটেড নামের একটি কারখানার রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডে মাসুদ সিকদার নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
এ সময় আহত হয়েছেন আরও ১২ জন। উপজেলার দক্ষিণ ভাংনাহাটি এলাকায় অবস্থিত ওই কারখানায় আজ শনিবার সকাল ১০টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। নিহত মাসুদ সিকদার ঢাকার দোহারের কুশনহাটি গ্রামের সূর্য শিকদারের ছেলে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- অগ্নিকাণ্ড
- গুদামে আগুন