![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-03%252Ffe702681-0728-4a14-96ac-b4ade8825915%252FMOULAVIBAZAR_DH0537_20210305_CYCLING_10_MOULVIBAZAR.jpg%3Frect%3D0%252C92%252C2000%252C1050%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
পাহাড়ি পথে অন্য রকম এক সাইকেল দৌড়
টিলা ও চা-বাগানের ভেতর দিয়ে উঁচুনিচু পথ। কোথাও খাড়া হয়ে ওপরে উঠে গেছে পথটি। আবার ঢালু হয়ে নেমেছে নিচে, সমতলে। পথের কোথাও ইট ও কাঁকর বিছানো।
কোথাও ধুলার গাঢ় স্তর জমে আছে। ভাঙাচোরা গর্ত স্থানে স্থানে। পাকা রাস্তা খুব সামান্যই। এ রকম অমসৃণ, অসমতল ও ঝুঁকিপূর্ণ পথে বাইসাইকেল চালিয়ে চলল একদল সাইক্লিস্ট।
- ট্যাগ:
- বাংলাদেশ
- সাইকেল
- সাইকেল দৌড়