দেশি মাছ কত দেশে যায়

প্রথম আলো বগুড়া জেলা প্রকাশিত: ০৬ মার্চ ২০২১, ১০:৫৯

বগুড়া ও জয়পুরহাট জেলায় খাল-বিল ও পুকুরে উৎপাদিত দেশি প্রজাতির বিভিন্ন মাছ এখন বিদেশে রপ্তানি হচ্ছে। এসব মাছের মধ্যে রয়েছে পাবদা, গুলশা, শিং, ট্যাংরা ইত্যাদি। রপ্তানি হয় ইউরোপ, আমেরিকা, চীন, জাপান, কানাডা, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, মিয়ানমার, সৌদি আরব, কুয়েত, কাতার, ভারত, নেপাল প্রভৃতি দেশে।

স্থানীয় মৎস্য বিভাগ বলছে, ভরা মৌসুমে বগুড়া অঞ্চলের পুকুর ও খালে-বিলে প্রতি মাসে গড়ে এক হাজার মেট্রিক টন দেশি মাছ উৎপাদিত হয়। পোনা ছাড়ার পর চার মাসের মধ্যে তা রপ্তানির উপযোগী হয়ে ওঠে। মোট উৎপাদনের প্রায় ৩০০ মেট্রিক টন বা ৩০ শতাংশের কিছু বেশি রপ্তানি হয়। সব মিলিয়ে বগুড়া অঞ্চল থেকে বছরে মাছ রপ্তানি হয় ১২ থেকে ১৫ কোটি টাকার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও