নির্যাতনে অসুস্থ হলেও মনোবল হারাননি
প্রথম আলো
প্রকাশিত: ০৬ মার্চ ২০২১, ১০:০৬
জামিনে মুক্ত কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর অভিযোগ অনুযায়ী, আনুষ্ঠানিক গ্রেপ্তারের আগে অজ্ঞাত স্থানে নিয়ে তাঁকে নির্যাতন করা হয়। এর ফলে অসুস্থ হয়ে পড়লেও মনোবল হারাননি কিশোর। তবে তাঁর কানের আঘাত নিয়ে বেশি উদ্বেগে আছে পরিবার।
কার্টুনিস্ট কিশোরের ভাই আহসান কবির গতকাল শুক্রবার প্রথম আলোকে এ কথা জানান। তিনি বলেন, ঢাকার একটি হাসপাতালে কিশোরের চিকিৎসা চলছে। চিকিৎসকদের পরামর্শে তাঁর অনেকগুলো পরীক্ষা-নিরীক্ষা করাতে হবে। নির্যাতনে কিশোরের এক কান বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। নির্যাতনের কারণে আরও কিছু শারীরিক সমস্যা তৈরি হয়েছে। এর বাইরে রয়েছে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস।