![](https://media.priyo.com/img/500x/https://www.somoynews.tv/img/upload/medium/somalia-20-killed-in-car-bomb-blast-outside-restaurant-267476.jpg)
সোমালিয়ায় রেস্টুরেন্টে আত্মঘাতী বিস্ফোরণে নিহত ২০
সোমালিয়ায় একটি আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ২০ জন মারা গেছেন। আহত হয়েছেন আরও ৩০ জন। শুক্রবার (৫ মার্চ) রাতে দেশটির রাজধানী মোগাদিসুতে একটি রেস্টুরেন্টের বাইরে বিস্ফোরণ ঘটলে এ হতাহতের ঘটনা ঘটে বলে জানায় রয়টার্স।
স্থানীয়দের বরাত দিয়ে এক প্রতিবেদনে সংবাদ সংস্থাটি জানায়, লুল ইয়েমেনি নামে একটি রেস্টুরেন্টের বাইরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায় এবং বন্দুকযুদ্ধও শুরু হয়।