ফেনী শহরে একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় মা ও দুই মেয়ে দগ্ধ হয়েছে। শহরের শহীদুল্লাহ কায়সার সড়কের সফিক ম্যানশনে গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এই বিস্ফোরণ ঘটে। দগ্ধরা হলেন মেহেরুননেছা লিপি এবং তাঁর দুই মেয়ে কলেজছাত্রী ফারা ইসলাম ও স্কুলছাত্রী হাফসা ইসলাম। তাঁরা চট্টগ্রামের মীরসরাই উপজেলার বাসিন্দা। তবে তাঁরা ফেনী শহরে ভাড়া বাসায় থাকেন। মেহেরুননেছার শ্বশুর আবুল কাশেম জানান, তাঁর ছেলে আবুধাবী প্রবাসী। পুত্রবধূ মেহেরুননেছা, দুই নাতনি ফারা ইসলাম ও হাফসা ইসলামকে নিয়ে তিনি দুই বছর ধরে সফিক ম্যানশনের পঞ্চম তলায় ভাড়া বাসায় বসবাস করছেন। বিস্ফোরণে তাঁর দুই নাতনি ও পুত্রবধূ অগ্নিদগ্ধ হয়। স্থানীয়রা জানায়
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.