কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

৫জি এখন বাস্তব, গতি ১.৫ গিগাবাইট

ইত্তেফাক রাশিয়া প্রকাশিত: ০৬ মার্চ ২০২১, ০৯:১৯

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে স্বপ্ন থেকে বাস্তবে পরিণত হল ফাইভ-জি গতির মোবাইল নেটওয়ার্ক। বিশ্বের প্রথম দেশ হিসেবে রাশিয়ায় চালু হয়েছে দ্রুতগতির এ সেবা। শনিবার (৬ মার্চ) আন্তর্জাতিক গণমাধ্যম ইকোনমিকস টাইম জানিয়েছে, দেশটির রাজধানী মস্কোসহ ১৫টি স্থানে চালু হয়েছে এ সেবা। ফাইভ-জিতে সর্বোচ্চ ডাউনলোড স্পিড পাওয়া যাবে এক দশমিক পাঁচ গিগাবাইট। তবে যেকেউ চাইলেই এ সেবা ব্যবহার করতে পারবেন না।

খবরে বলা হয়েছে, ফাইভ-জি কাভারেজ আছে এমন এলাকা বা কাছাকাছি এলাকায় যখন যেসব গ্রাহক অবস্থান করবে, তখন তাদের খুদেবার্তা পাঠিয়ে পঞ্চম প্রজন্মের টেলিকম সেবা ব্যবহারের আমন্ত্রণ জানানো হবে। দ্রুত মোবাইল ইন্টারনেট ছাড়াও, ভবিষ্যতে ফাইভ-জি নেটওয়ার্ক নগরীর পরিবহন ব্যবস্থার উন্নয়ন ও সুরক্ষা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও