You have reached your daily news limit

Please log in to continue


বিরোধী জোটে নয়া মেরুকরণ

সরকারবিরোধী জোট-ফ্রন্টগুলোতে নতুন মেরুকরণ ঘটছে। মূল্যায়ন, যোগাযোগ, বৈঠক না ডাকা ও কর্মসূচি গ্রহণ করা না করা নিয়ে পারস্পরিক দোষারোপ আর মতপার্থক্যের কারণে জোটগুলোতে চলছে অন্যরকম ভাঙা-গড়ার খেলা। জোটের ব্যানার বদল করে গড়ে উঠছে আনুষ্ঠানিক-অনানুষ্ঠানিক নতুন উপজোট। কখনো অভিন্ন, কখনো ভিন্ন ইস্যুতে পালন করা হচ্ছে নানা কর্মসূচিও। তবে মঞ্চ বা ব্যানারে পরিবর্তন এলেও সবারই অবস্থান সরকারবিরোধী। আবার কমবেশি সবাই নতুন করে বৃহত্তর ঐক্য গড়ার কথাও বলছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন