![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-03%252F1da5470a-a078-4c0d-bac6-983b8c287198%252FDhaka_Dream__Official_Poster.jpg%3Frect%3D0%252C0%252C2581%252C1355%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2021-02%252F0c4584f0-e7e8-4bb4-b8a6-ad23e46b76d3%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
ছাড়পত্র পেয়ে ‘ঢাকা ড্রিম’ মুক্তির অপেক্ষায়
প্রথম আলো
প্রকাশিত: ০৫ মার্চ ২০২১, ২২:৩০
রাজধানীতে আসতে চাওয়া কিংবা আসতে বাধ্য হওয়া কিছু মানুষের স্বপ্ন ও স্বপ্নভঙ্গের গল্প নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র ঢাকা ড্রিম। এ সপ্তাহে ছবিটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। নির্মাতা প্রসূন রহমান নির্মিত তৃতীয় চলচ্চিত্র এটি। ইমেশন ক্রিয়েটরের ব্যানারে ছবিটি তৈরি হয়েছে।
ছাড়পত্র পেয়ে ছবিটির প্রযোজক-পরিচালক প্রসূন রহমান বলেন, ‘এখন আমরা শুভদিন দেখে নিকটতম শুক্রবারে ছবিটি সবার জন্য উন্মুক্ত করতে চাই । দেশের উল্লেখযোগ্য প্রেক্ষাগৃহগুলোতে দিতে চাই। সেই প্রস্তুতি চলছে।
- ট্যাগ:
- বিনোদন
- নতুন সিনেমা
- মুক্তি পাচ্ছেন