![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2021%2F03%2F05%2Fmongla-horin-news-1.jpg%3Fitok%3DF3LJm86m)
সুন্দরবনে হরিণ ও ফাঁদসহ চোরা শিকারী আটক
এনটিভি
প্রকাশিত: ০৫ মার্চ ২০২১, ১৬:২০
বাগেরহাটের মোংলার পশুর নদের লাউডোপ খেয়াঘাট সংলগ্ন এলাকা থেকে একটি জীবিত হরিণ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি জব্দ করা হয়েছে হরিণ শিকারের ফাঁদ। এ সময় মো. শাকিল সরদার (২৩) নামের এক চোরা শিকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ড পশ্চিম জোনের (মোংলা) গোয়েন্দা কর্মকর্তা লেফটেনেন্ট এম মাজহারুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে পশুর নদের খেয়াঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড সদস্যরা। এ সময় কোস্ট গার্ড সদস্যরা ওই এলাকায় তল্লাশি চালিয়ে একটি জীবিত হরিণ উদ্ধার ও কিছু হরিণ শিকারের ফাঁদ জব্দ করে। ওই সময় হাতেনাতে আটক করা হয় হরিণ শিকারী শাকিলকে।