কয়লাবাহী জাহাজ ডুবি, ৭ দিনেও শুরু হয়নি উদ্ধার কাজ
মোংলা বন্দরের পশুর চ্যানেলে শনিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে ডুবে যাওয়া কয়লাবোঝাই জাহাজ এমভি বিবি-১১৪৮ শুক্রবারেও (৫ মার্চ) উদ্ধার কাজ শুরু হয়নি। অর্থাৎ গত ৭ দিনেও শুরু হয়নি পশুর চ্যানেলের কানাইনগর-বানীশান্তা এলাকায় কয়লা নিয়ে ডুবে যাওয়া কার্গো জাহাজ উদ্ধারের কাজ।
যে কারণে ধীরে ধীরে পানির নিচে তলিয়ে যাচ্ছে এই জাহাজটি। জানা যায়, ২৭ ফেব্রুয়ারী কার্গো জাহাজ এম,ভি বিবি-১১৪৮ বন্দরের হাড়বাড়িয়ায় অবস্থানরত একটি বিদেশী জাহাজ থেকে ৭শ মে. টন কয়লা নিয়ে যশোরের নওয়াপাড়ার উদ্দেশ্যে যাওয়ার পথিমধ্যে রাত ১১টার দিকে পশুর নদের বানীশান্তা ও কানাইনগর এলাকায় পৌঁছালে তলা ফেটে জাহাজটি ডুবে যায়।
- ট্যাগ:
- বাংলাদেশ
- জাহাজ ডুবি
- উদ্ধার কাজ