কুষ্টিয়ার মিরপুরে শ্যালো ইঞ্জিনচালিত ট্রলিচাপায় তন্ময় আহমেদ নামে এক ইটভাটা শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার বাহারপুর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তন্ময় উপজেলার কুর্শা ইউনিয়নের কুন্টিয়াচর গ্রামের কালুর ছেলে। স্থানীয়রা জানায়, সকালে মাটি কাটার জন্য শ্যালো ইঞ্জিনচালিত ট্রলিতে ইটভাটায় যাচ্ছিলেন কয়েকজন শ্রমিক। পথে বাহারপুর ব্রিজের কাছে মোড় ঘোরাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিটি উল্টে যায়।