কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সুশান্ত কাণ্ডের মাদক মামলায় চার্জশিট, অভিযুক্ত রিয়া চক্রবর্তী-সহ ৩৩

আনন্দবাজার (ভারত) নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি), মুম্বাই প্রকাশিত: ০৫ মার্চ ২০২১, ১৪:০৮

সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু সংক্রান্ত মাদক মামলায় পেশ হল চার্জশিট। মাদক আইন বিষয়ক আদালতে (এনডিপিএস আদালত) শুক্রবার সেই চার্জশিট জমা করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। সুশান্তের প্রেমিকা অভিনেত্রী রিয়া চক্রবর্তী-সহ আরও ৩৩ জনের নাম রয়েছে সেখানে। ২০০ জন সাক্ষীর বয়ান লেখা হয়েছে। চার্জশিট ফাইল করেছেন খোদ নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) প্রধান সমীর ওয়াংখেরে।

১২ হাজারেরও বেশি সংখ্যক পৃষ্ঠার চার্জশিট ফাইল করা হয়েছে বলে সংবাদমাধ্যমের খবর। ডিজিটাল চার্জশিটে সেই সংখ্যাটি প্রায় ৫০ হাজার।২০২০ সালের ১৪ জুন মাসে সুশান্তের বান্দ্রার ফ্ল্যাটে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তার পর থেকে তোলপাড় হয়ে যায় দেশ। স্বজনপোষণ থেকে শুরু করে মাদক ব্যবহারের অভিযোগ ওঠে বলিউড তারকাদের বিরুদ্ধে। প্রাথমিক ভাবে মুম্বই পুলিশ সে বিষয়ে তদন্ত শুরু করলেও পরে ৩টি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে সুশান্তের মৃত্যু সংক্রান্ত অনুসন্ধানের দায়ভার তুলে দেওয়া হয়। সেগুলি হল সিবিআই (সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন), ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) ও এনসিবি (নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো)।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও