বসতভিটা হারিয়ে ৮ পরিবারের মানুষ এখন আশ্রয়হীন
সোনা মিয়া, জরিনা বেওয়া ও নুরুজ্জামানসহ ৮টি ছিন্নমূল পরিবারের মানুষদের বসবাস ছিলো ঘাঘট নদীর একটি দ্বীপে। এ দ্বীপেই যুগ যুগ ধরে বসবাস করছিলেন তারা। এরই মধ্যে আইনি প্রক্রিয়ায় উচ্ছেদ করে দেওয়া হয় তাদেরকে। এখন এইসব মানুষেরা আশ্রয় নিয়েছে অন্যের জমিতে।
সরেজমিনে শুক্রবার (০৫ মার্চ) দুপুরের দিকে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের ঘাঘট নদী ঘেঁষে পুরাণলক্ষীপুর দ্বীপে দেখা গেল আশ্রয়হীন-গৃহহীন মানুষদের আর্তনাদ। এসময় কেউ খোলা আকাশের নিচে, আবার কেউ কেউ অস্থায়ী জরাজীর্ণ ঘরে স্ত্রী-সন্তান নিয়ে নানা দুশ্চিন্তায় ভুগছেন।