![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Ffire-1-20210305112640.jpg)
ঝিনাইদহে এবার আগুনে ভস্ম ২০ বিঘা জমির পানের বরজ
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে আবারো আগুনে পুড়ে ভস্মিভূত হয়েছে প্রায় ১৫ থেকে ২০ বিঘা জমির পানের বরজ। বৃহস্পতিবার (৪ মার্চ) বিকেল ৩টার দিকে উপজেলার মকিমপুর গ্রামের মাঠের বরজে আগুন লাগে।
খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দেড়ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এতে অন্তত ৩০ লাখের অধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছেন কৃষকরা। এর আগে ২৮ ফেব্রুয়ারি একই উপজেলার মান্দারবাড়িয়া ও শিতলী গ্রামে প্রায় ১০০ বিঘা জমির পান বরজ আগুনে পুড়ে ভস্মিভূত হয়।
- ট্যাগ:
- বাংলাদেশ
- অগ্নিকাণ্ড
- পানের বরজ
- ভস্মীভূত