শেষে নিজস্ব অর্থায়নেই ৫ বছর ধরে হচ্ছে পাকা
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নলুয়ার হাওর। শুষ্ক মৌসুমে এখানে হাজার হাজার হেক্টর জমিতে হয় ধান চাষ—দেশে খাদ্যের জোগানে যার অপরিসীম অবদান। কিন্তু ওই এলাকার কৃষকদের ধান তোলার কষ্ট লাঘবে কেউ এগিয়ে আসছে না। কৃষকদের দীর্ঘদিনের দাবি ছিল, জগন্নাথপুর পৌরসভার শেরপুর এলাকা থেকে হরতাজপুর পর্যন্ত পাঁচ কিলোমিটার দীর্ঘ ধান তোলার সড়কটি পাকা করা হোক। এতে তাঁদের ধান তোলার কাজটি সহজ হবে।
কৃষকেরা জানান, বিভিন্ন দপ্তরে ধরনা দিয়েও সড়কটি পাকাকরণে কেউ কোনো উদ্যোগ নেয়নি। বাধ্য হয়ে পাঁচ বছর আগে হাওরের কৃষকেরা নিজেরাই চাঁদা তুলে সড়কটি পাকাকরণের কাজ শুরু করেন। নিজস্ব অর্থায়নে ব্যয় নির্বাহে হিমশিম খেলেও কৃষকেরা তাতে দমে যাননি। প্রতিবছর অল্প অল্প করে সড়কটি পাক করার কাজ এগিয়ে নিয়ে চলেছেন।