যে পাখির ডানায় ৩২২ কিমি’র অবিশ্বাস্য গতি
বার্তা২৪
প্রকাশিত: ০৫ মার্চ ২০২১, ০৭:৩৩
বিশ্বাস করতে কষ্ট হলেও এটাই সত্যি যে, একটি বিশেষ প্রজাতির পাখির গতি উড়ন্ত বিমানের মতোই! দ্রুত গতিসম্পন্ন এবং দ্রুত আপন উদ্দেশ্য বাস্তবায়নে সক্ষম। পাখিরাজ্যের আর অন্যান্য পাখি রয়েছে তার পেছনে। শুধু সব পাখিই কেন? সব প্রাণিদের থেকে সে অনেকখানি এগিয়ে। আর এই দুর্দান্ত গতিময়তাকে কাজে লাগিয়ে সে শিকারে সব পাখি-প্রাণীদের চেয়ে অনেক বেশি পটু।
বিশ্বের সবচেয়ে দ্রুতগামী প্রাণী হিসেবে যার নাম শীর্ষে সে হলো পেরেগ্রিন ফেলকন (Peregrine Falcon)। জল, স্থল আর বায়ুর মধ্যে সে-ই সর্বাধিক দ্রুতগামী। এর যেমন রয়েছে অবিশ্বাস্য গতি; তেমনি রয়েছে শিকার ধরার ব্যতিক্রমী কৌশল।